নন্দীগ্রামে বাল্যবিয়ে করার অপরাধে কারাগারে বর

বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিয়ে করার অপরাধে ওই বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত বর নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামের মৃত ফটিক আলীর ছেলে ইব্রাহীম আলী (২২)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত জানান, ১৪ বছর বয়সের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী হাবিবা আক্তার নামে এক বালিকাকে বাল্যবিবাহ করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় ইব্রাহীম আলীকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: