প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোস্তফা কামাল

সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত

   
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২২

টাঙ্গাইলের সখীপুরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহীন মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে সখীপুর উপজেলার সখীপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহীন মিয়া সখীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড (মিলপাড়) এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আহত ছানোয়ার হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে সখীপুরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক শাহীনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ছানোয়ার। ছানোয়ারকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: