প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

অদ্বৈত কুমার আকাশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত

   
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২২

বগুড়ার নন্দীগ্রামে মনিং স্টার ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনালেয় আগে ব্যাটিং করে সুপার জায়ান্ট একাদশ ৮৩ রান করে। ক্রেইজি বয়েজ একাদশ ২১ রানে পরাজিত হয়। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ওঠে বিজয়ী দলের সৌরভ হোসেনের হাতে। ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পান রিফাত ইসলাম। ফাইনাল শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুকুল হোসেন, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: