প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

   
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ১৫ অক্টোবর ২০২২

রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিতাসের ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকেরা হলেন, জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)।এ বিষয়ে দগ্ধ জুম্মন জানান, জুরাইনে কবরস্থানের গলির রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলাম। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলাম। এ সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৬ জনই কমবেশি দগ্ধ হয়েছে।

বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সকলের অবস্থাই গুরুতর।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: