পদ্মায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

শরীয়তপুরের নড়িয়ায় প্রত্যন্ত চরাঞ্চল নওপাড়ার পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাত দল। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের দিঘীরপাড় বাজার থেকে নওপাড়ার উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে ট্রলারটি নওপাড়া এলাকার গুচ্ছগ্রামের কাছাকাছি পৌঁছালে স্পিডবোট যোগে এসে একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বার্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। নওপাড়া এলাকার বাসিন্দা শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা ও নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রলারের যাত্রী চরআত্রা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লা জানান, নওপাড়া গুচ্ছগ্রামের কাছে আসার সঙ্গে সঙ্গে স্পিডবোট নিয়ে এসে ডাকাতদল আমাদের জিম্মি করে ফেলে। প্রাণের ভয়ে সব দিয়ে দিয়ে দিই। আমার কাছ থেকে ২ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল নিয়ে গেছে।অপর যাত্রী আনিস হাওলাদার বলেন, সবমিলিয়ে অন্তত ৩ লাখ টাকা এবং ৩০ টিরও বেশি মোবাইল ফোন নিয়ে গেছে। নারীদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি। বিষয়টি জানার চেষ্টা করছি। এমন ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: