রণবীরের সঙ্গে সম্পর্কে ফাটল, ইঙ্গিতে কী বললেন দীপিকা

বলিউডের অন্যথম সেরা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে, তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ভাঙতে বসেছে রণবীর-দীপিকার সম্পর্ক। কিন্তু সত্যিই কি চিঁড় ধরেছে দু’জনের সম্পর্কে? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিলেন দীপিকা।
রণবীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তারা ভালো আছেন। দীপিকা বললেন, ‘এক সপ্তাহের জন্য একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিল আমার স্বামী। সদ্য বাড়ি ফিরেছে। আমাকে দেখে ও খুশি হবে।’
সঞ্জয় লীলা ভনশালীর ‘রাম-লীলা’র সেটা দীপিকা-রণবীরের পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা।
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’-য়। তার সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়া। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এ আরও একবার জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার। ‘ফাইটার’-এ হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে যাবে দীপিকাকে।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: