শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইবির প্রধান ফটকে স্প্রিডব্রেকার স্থাপনের কাজ শুরু

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৭:৪৭ পিএম

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া- খুলনা মহাসড়কে স্প্রিডব্রেকার স্থাপনের কাজ হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে এ কাজ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৌশল অফিসকে কাজ শুরু করতে আদেশ দিলে তারা কাজ শুরু করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রধান ফটকের সামনে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তওহীদ তালুকদার ট্রাকের ধাক্কায় আহত হলে সাধারণ শিক্ষার্থীরা স্প্রিডব্রেকার স্থাপনসহ কয়েক দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে।

এসময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে আন্দোলন করতে থাকেন। এসময় প্রক্টরিয়াল বডি তাদের দাবি মানার আশ্বাস দিলেও উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ঘটনাস্থলে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

আন্দোলনের একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। দীর্ঘ ৪ ঘন্টা আন্দোলনের পরে উপাচার্যের সাথে আলোচনায় বসেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। আলোচনায় উপাচার্য তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: