ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে আরও ৭৩৪ জন

   
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ১৫ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৭৩৪ জন রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ২৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ৮৯ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: