প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

অদ্বৈত কুমার আকাশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

   
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০২২

বগুড়ার নন্দীগ্রামে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে নন্দীগ্রাম উপজেলার কদমা গ্রামে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী হাবিবুর রহমান।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: