প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রবিন খান

সিংড়া (নাটোর) প্রতিনিধি

রাত পোহালে ইভিএম পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন, কেন্দ্রে থাকছে সিসিটিভি

   
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০২২

আগামীকাল সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ চলবে সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত। সিংড়া উপজেলার মোট ১৭৬ জন ভোটার ভোট প্রদান করবে। এর মধ্যে নারী ভোটার রয়েছে ৪১ জন।

চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

জানা গেছে, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন কমিশন সরাসরি পর্যবেক্ষণ করবে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামিম আহমেদ। সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: