বিশ্বে করোনায় আরও ৩৯৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আরও ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪২১ জনের। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৯৫ জন। সোমবার (১৭ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ৪১ হাজার ৯৭৩ জন আক্রান্ত হয়েছে ফ্রান্সে। মৃত্যু শীর্ষে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ৬৫ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৪৭ জন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৩২ জন। ব্রাজিলে মারা গেছেন ২ জন এবং সংক্রমিত হয়েছেন ৬১৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ৩২ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩২১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: