উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১১:২৭ এএম

উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুরের জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডে নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট বিরতিহীন ভাবে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ অক্টোবর) সারা দেশের ৫৭ টি জেলা পরিষদের ন্যায় ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর ৭ নং ওয়ার্ডের (ভাঙ্গা উপজেলা) সকল ৯ টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ফরিদপুর জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের এই বছর মোট ৫ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক জেলা পরিষদ সদস্য শাহীনুর ইসলাম তালা প্রতীক, আসিফ ইকবাল স্বপণ টিউবয়েল প্রতীক, দিদার মিয়া অটো রিক্সা প্রতীক, গোলাম কিবরিয়া বিশ্বাস উটপাখী ও স্বপন হাওলাদার সম্রাট হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে কোহিনুর বেগম ফুটল প্রতীক ও পারুলী আক্তার হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রসঙ্গত জেলা পরিষদ নির্বাচন জনগণের পরোক্ষ ভোটে অর্থাৎ জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন। জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওমীলীগের সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন আনারস প্রতীকে, সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চশমা প্রতীক ও নুর ইসলাম শিকদার মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৭১ জন। ভাঙ্গা উপজেলার ১ নং সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: