প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

বার্তাকক্ষে বর্ণবাদ ও অনৈতিক আচরণের অভিযোগ আল জাজিরার বিরুদ্ধে

   
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২

কাতারিভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বার্তাকক্ষে মানসিক পীড়ন, অনৈতিক আচরণ, বর্ণবাদের মত বিষয়ের চর্চা করা হয় বলে দাবি করেছে বিবিসি। এক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি। আল জাজিরারর সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সঙ্গে কথা বলে বিবিসি জানায়, কর্মীদের সঙ্গে এসব আচরণের বিষয়গুলো বেশিরভাগই তদন্ত হয় না।

প্রতিষ্ঠানটিতে অপ্রিতিকর কর্মপরিবেশের অভিযোগও আনেন তারা। আল জাজিরার সাবেক সংবাদ উপস্থাপক কামাল সান্তামারিয়াকে বার্তকক্ষে অনুচিত আচরনের অভিযোগে নিউজিল্যান্ডের একটি শীর্ষ গণমাধ্যম থেকে বরখাস্তের পর এ বিষয়ে তদন্ত শুরু করে বিবিসি।

সেখান থেকে অন্তত ২২ টি অভিযোগের বিষয়ে আল জাজিরাকে তথ্য পাঠায় বিবিসি। যদিও অভিযোগ অস্বীকার করে আল জাজিরা বলেছে, ৯৫টির বেশি দেশে প্রতিনিধিদের সমন্বয়ে গঠনমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে তারা। ষূত্র: বিবিসি।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: