ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল'র চুক্তি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৭:৫৭ পিএম

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস ২০২২ আয়োজনের জন্য ১৬ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর প্রধান পরিচালন কর্মকর্তা (ব্র্যান্ড এন্ড মার্কেটিং) এম. এম. জসীম উদ্দীন, জেনারেল ম্যানেজার (একাউন্ট এন্ড ফাইন্যান্স) এস. এম মনিরুল ইসলাম পলাশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সচিব মোহাম্মদ রাশেদুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০২২ এবং উক্ত আয়োজনের ভেন্যু হিসেবে ভূমিকা পালন করবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: