প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

এবার নিজেই নিজেকে দামী উপহার দিলেন পরী

   
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয়  অভিনেত্রী পরীমণি। আগামী ২৪ অক্টোবর তার শুভ জন্মদিন। আর এই নায়িকার জন্মদিন মানেই জমকালো আয়োজন ও উৎসব। প্রতিবারেই নানা আয়োজনে পালন করে থাকেন জীবনের বিশেষ এই দিনটি। তাতে নানা উপহার পান পরী। অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন অনেক স্পেশাল পরীর কাছে। কেননা, এবার বিশেষ দিনে সঙ্গে থাকবেন পরিবারের নতুন সদস্য রাজ্য। মা হওয়ার পরে এবারই প্রথমবার সন্তানের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি।

তবে এবারের জন্মদিন কেমন হবে তার কিছুই জানাননি পরী। কিন্তু জন্মদিনের সপ্তাহখানেক আগে নিজেই নিজেকে জন্মদিনের উপহার দিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা। জন্মদিনের আগেই গতকাল রোববার (১৬ অক্টোবর) ফেসবুকে আইফোনের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এরপর গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের পিতা-মাতা হন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তারপর থেকে সন্তান রাজ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন নায়িকা।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: