যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল আবারো নির্বাচিত

যশোর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২য় বারের মতো জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল। সাইফুজ্জামান পিকুল’র প্রাপ্ত ভোট ৯৫৭। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৩। এবারই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হয়েছে।
নির্বাচনে সদস্য পদে ১ নং ওয়ার্ডে (শার্শা উপজেলা) সালে আহমেদ মিন্টু ৭৩ ভোটে, ২ নং ওয়ার্ডে (ঝিকরগাছা উপজেলা) রফিকুল ইসলাম বাপ্পী ৮৮ ভোট, ৩ নং ওয়ার্ডে (চৌগাছা উপজেলা) দেওয়ান তৌহিদুর রহমান ৭৪ ভোটে, ৪ নং ওয়ার্ডে (অভয়নগর উপজেলা), আব্দুর রউফ মোল্লা ৬৭ ভোটে, ৫ নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া উপজেলা) সাইফুজ্জামান চৌধুরী ভোলা ৭৯ ভোটে, ৬ নং ওয়ার্ডে (যশোর সদর উপজেলা) মো. জবেদ আলী ৮৫ ভোটে, ৭ নং ওয়ার্ডে (মণিরামপুর উপজেলা) গৌতম চক্রবর্তী-ভোটে এবং ৮ নং ওয়ার্ডে (কেশবপুর উপজেলা) মো. আজিজুল ইসলাম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর রিপোর্ট লেখা পর্যন্ত সংরক্ষিত নারীর সদস্যদের নির্বাচনের ফলাফল পাওয়া যায়নি। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যশোর জেলা পরিষদে চেয়ারম্যানের একটি, ৮টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডসহ মোট ১২টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৫১ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হন। জেলার ৮টি কেন্দ্রে ১৬টি ভোট কক্ষে এক হাজার ৩১৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: