প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মনিরুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

   
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয় ভোটগ্রহণ। চলে দুপুর ২টা পর্যন্ত। পরে ভোট গণনা শুরু হয়। ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি তথ্য অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ জাবেদ। তবে হাসান আহমেদ জাবেদ ও তার নিকটতম প্রার্থী আতাউর রহমান সমান সংখ্যক ৮০ ভোট পেলে লটারীর মাধ্যমে তাঁকে বিজয়ী ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার।

এদিকে কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন, শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান জিয়া বিজয়ী হয়েছেন।

অপরদিকে, সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন হেলেনা চৌধুরী। সদর ও রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী। জেলার ৭টি উপজেলার সাতটি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র,কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলার ৭ উপজেলায় ৭টি ভোটকেন্দ্র, এগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের তত্ত্বাবধানে পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র‌্যাব বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল। মৌলভীবাজারে শতভাগ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠাত হয়েছে’।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: