নারায়ণগঞ্জ জেলা পরিষদ: ২ নং ওয়ার্ডে মাসুম, সাদিয়া জয়ী

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জয়ী হয়েছেন ধামগড়ের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ। আর সংরক্ষিত নারী সদস্য পদে জিতেছেন সাবেক সদস্য সাদিয়া আফরিন। আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মাসুম পেয়েছেন ৯৭ ভোট। তার প্রতিদ্বন্ধী সাবেক সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫৮ ভোট। এছাড়া রাসেল শিকদার ও আমিরউল্লাহ রতন পেয়েছেন ২টি করে ভোট। এছাড়া আগেই প্রার্থীতা থেকে নিজেদের সরিয়ে নেওয়া মোবারক হোসেন ও মোস্তফা হোসেন চৌধুরী কোনো ভোট পাননি।
অন্যদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে সাদিয়া আফরিন বই প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী নাছরিন আক্তার হরিন প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটেনি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: