কিশোরগঞ্জের ভৈরবে দুই প্রার্থী পেলেন সমান ভোট, লটারিতে ভাগ্য নির্ধারণ

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। এখন কে নির্বাচিত হবেন সেটা নির্ধারিত হবে লটারির মাধ্যমে। সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের ১২নং ওয়ার্ড ভৈরব উপজেলার বঙ্গবন্ধু হল রুম কেন্দ্রে ফলাফল ঘোষণার পর এমনটা দেখা যায়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, এই ওয়ার্ডে সদস্য পদে কাইসার আহমেদ ভূঁঞা (ঘুড়ি মার্কা) ও মো. জাকির হোসেন (তালা মার্কা) ৫১ ভোট করে পান। এছাড়া মির্জা মো. সোলাইমান (টিউবওয়েল মার্কা) পেয়েছেন ৪ ভোট এবং মো. নাজির উদ্দিন (হাতি মার্কা) পেয়েছেন ১ ভোট। দুই প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী দুইজনের মধ্যে লটারি করা হবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই লটারি হবে।
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্ৰহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা চলে দুপুর ২টা পর্যন্ত।
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১৩টি ভোটকেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়।
১৩টি উপজেলা, ৮টি পৌরসভা ও ১০৮ ইউনিয়নের ১৫৪৮ জন জনপ্রতিনিধিরা ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে একজন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যের ৪টি পদ এবং সাধারণ ওয়ার্ডের সদস্যের ১১টি পদে নির্বাচন হয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: