প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল ওয়াদুদ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তিন অপহরণকারী গ্রেফতার

   
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২২

বগুড়ায় অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় অপহৃত আকাশ হোসেন ও সুমাইয়া আক্তার নামের দুইজনকে উদ্ধার করা হয়। অপহৃতদের পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর সংস্থাটি গতকাল রাতে তাদের গ্রেফতার ও উদ্ধার করেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

গ্রেফতাররা হলেন, সাকিব হোসেন (২২), শাকিল ইসলাম (২৪), জুয়েল রানা (২৫)। তাদের প্রত্যেকের বাড়ি বগুড়া শহরের নাড়ুলী এলাকা। সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বলেন, গত ১৭ অক্টোবর অপহৃত আকাশের পরিবারের থেকে তাদের কাছে অভিযোগ করা হয়। আকাশ তার পূর্বপরিচিত সুমাইয়া আক্তার এর সাথে মাটিডালি এলাকায় দেখা করতে যায়। এ সময় গ্রেফতাররাতাদেরকে অপহরণ করে। এরপর আকাশকে অজ্ঞাত স্থানে আটক রেখে তার মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের নিকট থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে আকাশকে মেরে ফেলার হুমকি দেয়।

অন্যদিকে, সুমাইয়া আক্তারের পরিবারকে জানানো হয় যে, তাদের মেয়ে অপ্রীতিকর অবস্থায় ০১ জনের সাথে ধরা পরেছে। মোটা অংকের টাকা না দিলে তাকে সমাজের কাছে কলঙ্কিত করা হবে। পরে সুমাইয়ার পরিবার থেকে অর্থ হাতিয়ে নেয়।

অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল রাত সাড়ে ৯টায় শহরের নাড়ুরী এলাকার রেল লাইনের পাশ থেকে আকাশ হোসেন (২৪) এবং সদরের আকাশতারা গ্রাম থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের ৩ জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তবে রাহুল, ইমেন, হাছানসহ আরো কয়েকজন অপহরণকারী সদস্যরা পালিয়ে যায়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার আরও জানান, আমরা জানতে পেরেছি তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র। তারা শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত। এদের মধ্যে শাকিলের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। প্রায় ১১ মাস জেলহাজতে থাকার পরে সম্প্রতি তিনি জামিনে যুক্তি পান। গ্রেফতার তিনসহ শনাক্ত হওয়া তিনজন ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: