প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো. নূর আলম

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গোপালপুরে নানা আয়োজন শেখ রাসেল দিবস পালিত

   
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকীতে অমর স্মৃতিকে শিক্ষার্থী এবং শিশু-কিশোদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ ও বর্ণাঢ্য র‍্যালি এবং পুরস্কার বিতরণ শিশু কিশোরদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, আলিম আল রাজী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস জাহান সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: