গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৩:৫৬ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে (৭২) রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় উত্তর মান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানার ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

গত সোমবার দিবাগত রাত ১২টায় বাধর্ক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ একাত্তর সালে ১১নং সেক্টরে যুদ্ধ করেন। পরলোকগমন কালে তিনি স্ত্রী ও চার পুত্র রেখে গেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: