পাহাড়ে জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

সাত জঙ্গি সহ ১০ জন আটক, বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার। র্যাব বলছে পাহাড়ে আরো জঙ্গি আস্তানা থাকতে পারে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় জঙ্গিদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার ৭ সদস্য ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর ৩ সদস্য সহ মোট ১০ জনকে। তাদের আস্তানা থেকে উদ্ধারকৃত অস্ত্র গোলা বারুদ সরঞ্জাম গুলো শুক্রবার সকালে বান্দরবান মেঘলাস্থ র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে ৯টি এসবিবিএল বন্দুক, একটি দেশীয় তৈরি পিস্তল, ৫০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকি টকি সেট ব্যবহৃত জলপাই রঙের পোশাক, জিহাদি বই ও অন্যান্য সরঞ্জাম। পরে এক সংবাদ সম্মেলনে র্যাব পক্ষ থেকে অভিযানের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। র্যাব এর গণমাধ্যম বিভাগের পরিচালক খন্দকার আল-মাইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে নিরুদ্দেশ হওয়া ৫০ জনেরও অধিক যুবক নতুন একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কীয় যোগ দিয়েছে এমন খবরের ভিত্তিতে বেশ কয়েকজনকে আটক করা হয়।
আটকৃত জঙ্গিরা জানায় জেএমবি, আনসার আল ইসলাম সহ নিষিদ্ধ হওয়া বেশ কয়েকটি সংগঠনের দলছুট সদস্যরা ২০১৭ সালের দিকে নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে তোলার কাজ শুরু করে। পরে ২০১৯ সালে গড়ে তোলা হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। তাদের এই সংগঠনে যোগ দেয় দেশের বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হওয়া বিপথগামী তরুণরা।
তারা দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষণও নেয়। এসব জঙ্গিদের আত্মীয়র জনের নাম র্যাব সংগ্রহ করে। আটকৃত জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় একটি সশস্ত্র সংগঠনের সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছে এমন খবরের ভিত্তিতে বেশ কিছুদিন থেকে বান্দরবান রাঙামাটি ও মায়ানমার সীমান্ত এলাকা জুড়ে সেনাবাহিনী র্যাব জঙ্গি বিরোধী চিরুনি অভিযান শুরু করে। অভিযানে সীমান্তবর্তী পাহাড়ের দুর্গম এলাকায় জঙ্গিদের একটি ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়।
পরে সেখানে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার ৭ সদস্য ও সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর ৩ সদস্য সহ মোট ১০ জনকে আটক করা হয়। তাদের বান্দরবানের র্যাব কার্যালয়ে নিয়ে আসার পর সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার ঢাকায় নিয়ে যাওয়া হয়। যাদের আটক করা হয়েছে তারা হলেন সুনামগঞ্জের সৈয়দ মারুফ আহমদ মানিক (৩১), পিরোজপুরের ইমরান হোসাইন সাওন (৩১) ঝিনাইদহের শিশির (৪৬), সিলেটের জাহাঙ্গীর আহম্মেদ জনু (২৭), বরিশালের মোঃ ইব্রাহিম আলী (১৯), সিলেটের আবু বক্কর সিদ্দিক বাপ্পি, সুনামগঞ্জের রুফু মিয়া (২৬)। স্থানীয় তিনজন হল বান্দরবানের রোয়াংছড়ির জৌথান স্যাং বম (১৯), স্টিফেন বম (১৯) ও মাল সম বম (২০) র্যাব কর্মকর্তারা জানিয়েছেন বান্দরবানে নতুন গজিয়ে ওঠা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর সাথে তিন লক্ষ টাকা ও খাবার সরবরাহের বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার একটি চুক্তি হয়। বর্তমানে পাহাড়ে জঙ্গিদের আরো বেশ কিছু আস্তানা থাকতে পারে। এখনো সেখানে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: