প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ফেসবুক চালাতে নিষেধ করায় প্রাণ দিলো মাদ্রাসাছাত্র

   
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০২২

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ আকন্দ (১৬) নামে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়া ছাত্র ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ আকন্দ সরিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলাম আকন্দের ছেলে। সে নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। বিদ্যুৎ রাত জেগে ফোনে কথা বলত ও ফেসবুক চালাত। এতে বাবা-মা বিরক্ত হয়ে তাকে শাসন করেন।এতে অভিমানে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে আজ শুক্রবার (২১ অক্টোবর) পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। তবে হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো জানান, গ্রামের লোকজন তাকে বলেছেন- প্রেমঘটিত কারণে বিদ্যুৎ আত্মহত্যা করেছে। প্রায় ৪ বছর আগে বিদ্যুতের ভাই বজ্রপাতে মারা যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদ্রাসাছাত্র বিদ্যুৎ রাত জেগে কারো সঙ্গে কথা বলত ও ফেসবুক চালাত। এ নিয়ে বিরক্ত বাবা-মা তাকে শাসন করেন। এতে অভিমান করে সে বৃহস্পতিবার রাতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: