প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো: একরামুল ইসলাম

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

পীরগাছায় পারিবারিক বিরোধের জেরে হত্যা চেষ্টা, খড়ের পালায় আগুন

   
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০২২

রংপুরের পীরগাছায় তালুকইসাদ (ঘাঘটপাড়া) গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে খড়ের পালায় আগুন অতঃপর হত্যার উদ্দেশ্যে পথরোধ করে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ১০জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য গোলাম মোস্তফার স্ত্রী।

অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ওই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মোত্তালেব মিয়া গংদের সাথে একই গ্রামের গোলাম মোস্তফা ও তার স্ত্রী মনোয়ারা বেগমের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর সূত্র ধরে ১৬ অক্টোবর রাত অনুমান ৩টার দিকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য গোলাম মোস্তফা বাড়িতে না থাকার সুযোগে মোত্তালেব মিয়াগং বাড়িতে অনাধিকার প্রবেশ করে মনোয়ারা বেগম ও তার সন্তানদের আগুনে পুড়ে হত্যার উদ্দেশ্যে শয়ন কক্ষের সংলগ্ন খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। অভিযুক্তদের হইহুল্লোর শুনে মনোয়ারা বেগম ঘুম থেকে জেগে উঠে টর্চলাইট জ্বালিয়ে তাদের দেখতে ও চিনতে পারে। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এসে খড়ের পালার আগুন নেভান।

এছাড়াও অভিযুক্তরা ২৪ সেপ্টেম্বর অনুমান সকাল ৮টায় ওই গ্রামের আমির হোসেনের বাড়ির সামনে মনোয়ারা বেগমের ছেলে মিরাজুল ইসলাম সৌরভ ও তার বৃদ্ধা মা তছিরন নেছাকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে এবং ওৎপেতে থাকা অভিযুক্তদের হাতে ধারালো ছোরা, লাঠি, লোহার রড দিয়ে মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে তছিরন নেছার পরিধেয় শাড়ি, ব্লাউজ ও পেডিকোট ছিঁড়ে শ্লীলতাহানি এবং হত্যার উদ্দেশ্যে শ্বাসরুদ্ধ করে। এসময় মনোয়ারা বেগম তার বড় ছেলে মাজহারুল ইসলাম শুভ তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরকেও আক্রমণ করেন।

মনোয়ারা বেগম জানান, আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা আমার বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে খড়ের পালায় আগুন দেন। এছাড়াও তারা আমাদের হত্যার উদ্দেশ্যে রাস্তায় আটক করে মারপিট করে। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। এ বিষয়ে জানতে মোত্তালেব মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের সব অভিযোগ বানোয়াট ও মিথ্যা। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: