‘বহির্বিশ্বের তুলনায় দেশে দ্রব্যমূল্য বাড়েনি’

অন্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যর দাম তেমন বাড়েনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যদি দ্রব্যমূল্যের দাম বাড়েও, ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। কারণ একটি কুচক্রী মহল এসব নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাজশাহীর বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশকে এগিয়ে নিতে শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।’ দ্রব্যমূল্য নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘যারা দুর্নীতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
হরিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল ফর রহমান। উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিসহ দলের নেতারা। পরে জুমার নামাজ শেষে বাঘা শাহী মসজিদের ওজু খানা উদ্বোধন এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত আবদুল খালেকের দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: