টি-টোয়েন্টি বিশ্বকাপ: হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ দল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৪:৪৫ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী সোমবার বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

তাসমানিয়ার রাজধানী শহরে অনুষ্ঠেয় বাংলাদেশ -নেদারল্যান্ড ম্যাচটি অবধারিতভাবে বৃষ্টি হুমকির মুখে রয়েছে। তারপরও হারের বৃত্তে থাকা বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায়। বিশ্বকাপের আগে ব্রিজবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। হোবার্টেও বৃষ্টি টাইগারদের স্বাগত জানিয়েছে।

সোমবার ম্যাচের দিনও ধারাবাহিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস। স্বাভাবিকভাবেই এটি বাংলাদেশের জন্য একটি খারাপ খবর হবে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকে অপেক্ষাকৃত শক্তিশালী দল নামিবিয়ার পরিবর্তে নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে খুশি ক্রিকেটপ্রেমিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য বাংলাদেশের। ২০০৭ সালের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো টাইগারার। এরপর থেকে জয়হীন তারা। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পাওয়ায়, আশার আলো দেখছে সবাই।

এ বছর ১৮টি ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিতেছে বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২৭টি ম্যাচ খেলে ২০টিতেই হেরেছে টাইগাররা।

সর্বশেষ চার ম্যাচে হারের লজ্জা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচে হেরছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তাানের কাছে ৬২ রানে হেরেছিলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।সূত্র: বাসস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: