সিলেটের গোয়াইনঘাটে ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ নভেম্বরে

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৬:০৭ পিএম

শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট) থেকে: সিলেটের গোয়াইনঘাটে ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, ও নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাশাপাশি মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থীরা। ২রা নভেম্বর গোয়াইনঘাটের উক্ত ৪ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২নং পশ্চিম জাফলং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম। তার সঙ্গে নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছেন বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা (চশমা) আব্দুল মুমিন মুন্সি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) মামুন পারভেজ। এ ছাড়াও এই ইউনিয়নে জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী (খেজুর গাছ) মুফতি আমির আহমদ, (ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

৩নং পূর্ব জাফলং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান (ঘোড়া) বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান (আনারস) হামিদুল হক ভূঁইয়া বাবুল, সাবেক ছাত্রনেতা (মোটরসাইকেল) শামীম আল মামুন মনির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাতপাখা) মুহাম্মদ আক্কাস আলী শেখ, স্বতন্ত্র প্রার্থী (চশমা) আব্দুল মুতালিব প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) ফারুক আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) স্বতন্ত্র প্রার্থী লোকমান হোসেন শিকদার, স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) বিএনপি নেতা সাইদুর রহমান মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) সুভাস চন্দ্র পাল (ছানা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) গোলাম রব্বানী সুমন, স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) কামাল উদ্দিন, জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত (খেজুর গাছ) মাওলানা আবুল খায়ের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ২নং পশ্চিম জাফলংয়ে আব্দুস সালাম, মুন্সি আব্দুল মুমিন ও মামুন পারভেজ চেয়ারম্যান পদে, ৩নং পশ্চিম জাফলংয়ে লুৎফুর রহমান লেবু, হামিদুল হক ভূঁইয়া বাবুল, রফিকুল ইসলাম, ১১নং মধ্য জাফলংয়ে লোকমান হোসেন শিকদার, সাইদুর রহমান, ফারুক আহমদ, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে সুভাস চন্দ্র পাল (ছানা), কামাল আহমদ, গোলাম রব্বানী সুমন, এম.এ রহিম রয়েছেন মূল আলোচনায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: