নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৭:৪৬ পিএম

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বেলা দেড়টায় থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নে ধুন্দার হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ধুন্দার হিন্দু পাড়ার বজেন্দ্র নাথ সরকারের ছেলে নরোত্তম চন্দ্র সরকার, ভুপেন চন্দ্র সরকারের ছেলে প্রদীপ চন্দ্র সরকার, সেকেন্দার আলীর ছেলে আবু সাঈদ ও মারিয়া গ্রামের শরকেত আলী মোল্লার ছেলে জামাত আলীকে গ্রেপ্তার করে।

অপরদিকে শনিবার রাতে এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়নে বিজয়ঘট গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে উপজেলার ওমরপুর গ্রামের হাসান আব্বাসীর ছেলে সামুয়েল আব্বাসী ও বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সেলিম আহম্মেদকে গ্রেপ্তার করে।

ওই রাতে চুরি মামলায় জেলার কাহালু উপজেলার দেওগ্রামের আব্দুল আজিজের ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার ঢাকইর গ্রামের আবু বক্করের স্ত্রী লিলি বেগম ও গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত দোহার গ্রামের মনসুরুল হকের ছেলে রকি হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: