রাবির ভর্তির সময়সীমা বৃদ্ধি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০৭:৫৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়র জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ বাড়ানো সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহিত হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১ নভেম্বর প্রথম বর্ষের সংশ্লিষ্ট বিভাগসমূহে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: