শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৩:৪৩ পিএম

প্রথম বারের মত সারা দেশের ন্যায় রাজবাড়ীর পাংশায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পাংশা সরকারী কলেজ চত্বর থেকে র‌্যালী বের করা হয় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পাংশা সরকারী কলেজের বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

”শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলার সকল স্তরের শিক্ষকবৃন্দ’র আয়োজনে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর হোসনে আরা খাতুন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ. বি এম ওহেদুজ্জামান ডাবলু, পাংশা আইডিয়াল গালর্স কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান, মাছপাড়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল কিশোর কুমার দাস, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন, মাছপাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য সফুরা খাতুন, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, পাংশা মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।

এ সময় উদযাপন কমিটির সদস্য সচিব উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন,কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা,হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকমন্ডলীগন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: