প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কেরানীগঞ্জে শিক্ষক দিবস-২০২২ পালিত

   
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২২

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” স্লোগানে সারা দেশের ন্যায় কেরানীগঞ্জে পালিত হয়েছে শিক্ষক দিবস ২০২২ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

এরআগে বর্ণিল সাথে সজ্জিত হয়ে গেঞ্জি ও ক্যাপ পরিহিত সহস্রাধিক শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইলের নেতৃত্বে র‍্যালিতে অংশগ্রহণ করে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।

এতে অন্যানের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পলি রানী উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: