জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৫:৩৩ পিএম

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। "শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষকদের অংশগ্রহণে এ দিবসটি পালন করা হয়। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বকশীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃক্ষ রোপন করা হয়।

এদিকে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, শিক্ষা অফিসার আব্দুল হালিম অন্যান্যরা।

একইভাবে বকশীগঞ্জ সরকারি উলফাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লেহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আব্দুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে মেলান্দহ উপজেলায় মির্জা আজম অডিটোরিয়ামে শিক্ষক দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাজেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও সেলিম মিঞা, মেলান্দহ সরকারি কলেজের অধ্যক্ষ প্রবীর মিত্র প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: