প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোস্তফা কামাল

সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত

   
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২২

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরেও জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে আলোচনা শেষে র‌্যালি বের করা হয়। “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই শ্লোগানকে প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ প্রফেসর ছদরুদ্দীন আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আনম, উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, জামিয়াতুল মোদার্রেছিনের সভাপতি মাও.আবুল খায়ের গুলজারী, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টন, সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান, সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, গজারিয়া শান্তি কুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আক্তার (রুমা) প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে র‌্যালিতে অংশ নেয় সখীপুর উপজেলাধীন সকল কলেজ শিক্ষক, সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, প্রাথমিক শিক্ষক প্রতিনিধিসহ উপজেলা গার্লস গাইডের সকল শিক্ষার্থী।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: