প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আ.লীগ নেতার মৃত্যু

   
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২২

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতা মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আওয়ামী লীগ নেতা মাসুদ রানা (২৯)। বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মাসুদ জেলার চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি জাজুরিয়া গ্রামের সামছুল হক শেখের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়জান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রমজান আলী। তিনি জানান,গত ১৬ অক্টোবর মাসুদ রানা তার শরীরে হঠাৎ জ্বর ও ব্যথা অনুভব করে।

১৮ অক্টোবর চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নয়দিন চিকিৎসাধীন নেওয়ার পর বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চরজাজুরিয়া মাদরাসা মাঠে মাসুদের জানাজা শেষে খাষশাহজানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: