বেনাপোল সীমান্তে ১০ টি সোনারবার সহ দুই সহদর আটক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৯:০৬ পিএম

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণবার সহ দুই পাচারকারী সহদরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল বন্দর থানার কাস্টমস গেটের সামনে থেকে তাদের আটক করে।

আটককৃরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরন মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক রে: কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহ ভাজন দুই সহদোর কে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: