বড়লেখায় অবসর প্রাপ্ত ৫ শিক্ষককে সংবর্ধনা

মৌলভীবাজার জেলার বড়লেখায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দীর্ঘ র্যালি বের করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এছাড়া শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাসুক আহমদ, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিছবাউর রব খছরু, গল্লাসাঙ্গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দেবনাথ, সিতাংশু দলপতি ও মালেকা পারভীন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, চান্দগ্রাম এইউ ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোশারসফ হোসেন সবুজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, বড়লেখা সরকারী কলেজের সিনিয়র প্রভাষক নিয়াজ উদ্দীন, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বিভাগীয় শ্রেষ্ট প্রতিষ্টান প্রধান এনাম উদ্দিন, প্রধান শিক্ষক নেতা মঞ্জু লাল দে, মীর মুহিবুর রহমান, প্রধান শিক্ষক বদর উদ্দিন, প্রতাপ দত্ত, সঞ্চিতা শর্মা প্রমুখ।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: