প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কেরানীগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

   
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২২

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য তিন লক্ষ টাকা।

এছাড়াও একই দিন ভোরে কাভার্ডভ্যান করে পরিবহনের সময় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ৬লক্ষ টাকা মূল্যেমানের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের দায়ে গাড়ির ড্রাইভার মোঃ সবুজ (২৫) ও হেলপার মোঃ শাকিল আহমেদ (১৯)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: