ভারতে ডুবে যাওয়া বাংলাদেশী ফিশিং ট্রলারের ২০ জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

ভারতীয় জলসীমায় ডুবে যাওয়া বাংলাদেশী ট্রলারের ২০ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে ২০ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’র কাছে ২০ জেলেকে হস্তান্তর করা হয়।
২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে দেশীয় ফিশিং ট্রলার “এফবি জেসমিন” ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় বাংলাদেশি ২০ জেলে মৎস্য আহরণে ব্যবহৃত ড্রাম ও ভাসমান বস্তু আঁকড়ে ধরে সমুদ্রে ভাসতে থাকে। ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান আকাশে টহলদানকালে জেলেদের অবস্থান দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে একটি লাইফ রাফট্ (জীবন রক্ষাকারী ভেলা) সমুদ্রের পানিতে ফেলে দিয়ে তাদেরকে ভেসে থাকতে সহায়তা করে।
পরে ২৫ অক্টোবর দুপুরে ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘আইসিজিএস ভিজায়া’ তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে ২০ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’র কাছে হস্তান্তর করে। জেলেদের জাহাজে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার প্রদান করা হয়। পরবর্তীতে আকরাম পয়েন্ট থেকে একটি হাই স্পিডবোটে করে সন্ধ্যায় জেলেদের মোংলার কোস্টগার্ড বেইজে নিয়ে আসা হয়। বর্তমানে জেলেরা সবাই সুস্থ আছে। উদ্ধার হওয়া ২০ জেলেকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের উপস্থিতিতে ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: