এক রাইলি রুশোর সমান রানও করতে পারেনি ১১ টাইগার!

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০২:২৮ পিএম

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লজ্জাজনকভাবে হেরে যায় টাইগাররা। এ ম্যাচে ম্যাচে ন্যূনতম নৈপূণ্যও দেখাতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয় ১০৪ রানের বিশাল ব্যবধানে, যা টি-টোয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় পরাজয়।

এ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও তা সামাল দিয়ে ঝড় শুরু হয় ডি কক ও রুশোর। রুশোর ১০৯ রান ও ডি ককের ৬৩ রানে ২০৫ রানে থামে দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে উইকেট হারাতে হারাতে ১০১ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। যে রান রুশোর একার রানও নয়। যা টাইগারদের জন্য একটি লজ্জাজনক অধ্যায় সূচনা ঘটায়।

প্রশ্ন দাড়ায়, রুশো-ডি ককরা টি-টোয়েন্টি আদর্শ খেলোয়াড় হলে সৌম্য-শান্তরা কি? রুশো, ডি ককরা কি ভিনগ্রহী? তারা পারলে সাকিবরা কেন পারবে না! এমন পরিস্থিতির জবাব মেলে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতেই পারেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের দলের কারও ছক্কা মারার চেষ্টা করাই উচিত নয়।’

সিডন্সের মতে, রাইলি রুশোদের মতো না খেলে বাংলাদেশকে অন্য উপায়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘আমাদের দলে ছক্কা মারার মতো ব্যাটার নেই। এখানে বুদ্ধি দিয়ে খেলতে হবে। আমাদের স্মার্ট হতে হবে।’ এই ছক্কা মারাই কাল হয়েছে ব্যাটারদের জন্য।

আরও বলেন, ‘ম্যাচের আগে সবাইকে বলেছিলাম পিচে গিয়ে বুঝে খেলতে। শুরুটা ভালোও করেছিল। কিন্তু এরপর সবাই মারতে চেষ্টা করল। পেসের কাছে নয়, স্পিনের বিপক্ষে হার মানলাম আমরা। এভাবে খেলতে পারব না আমরা। এটা করা যাবে না।’

পরের ম্যাচের ব্যাটিং কৌশল সম্পর্কে জানতে চাইলে সিডন্স বলেন, ‘শুনুন, রুশো, কুইন্টন যেভাবে খেলেছে, তার থেকে আমাদের খেলার ধরন আলাদা হতে হবে। ছক্কা মেরে আমরা খুব বেশি ম্যাচ জিততে পারব না। সেটা আমাদের খেলার ধরন নয়। রুশো বিনা পরিশ্রমে মাঠের বাইরে বল পাঠাচ্ছিল। আমরা পারি না ওভাবে ছক্কা মারতে। রুশোর ভুল শটেও ছক্কা হয়।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: