প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

দিলওয়ার খান

বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা

চুরির টাকা ভাগাভাগি নিয়ে রেষ্টুরেন্ট কর্মচারী খুন!

   
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ২৮ অক্টোবর ২০২২

নেত্রকোনা গলায় আঘাতের চিহ্নসহ আমিরুল ইসলাম (২৪) নামে এক রেস্টুরেন্ট কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে স্থানীয় জেলা শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি খামার থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও পিবিআইয়ের একটি টিম মরদেহটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দিন শেষে রাতে কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ হত্যায় জড়িত সন্দেহে সোহাগ মিয়া (২৬) নামে এক যুবককে আটকও করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। নিহত আমিরুল ইসলাম শহরের কুরপাড় এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় মামা উজ্জ্বল মিয়ার বাসায় থাকতেন এবং শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলে এন্ড রেস্টুরেন্ট এর কর্মচারী ছিলেন। এদিকে, আটক সোহাগ মিয়া একই এলাকার বাসিন্দা রইছ উদ্দিনের ছেলে।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে কৃষি খামারে ওই মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর কৃষি খামার এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যায় জড়িত সন্দেহে শহরে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করে পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিক তদন্ত সাপেক্ষে ধারনা করা হচ্ছে, চুরির টাকা ভাগাভাগি নিয়ে ওই হত্যাকান্ডটি ঘটেছে। হত্যায় জড়িত সন্দেহজনক যুবক সোহাগ মিয়া এবং হত্যার শিকার আমিরুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

এদিকে, আমিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া, এ ঘটনায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: