বাগেরহাটে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

ছবি - প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট গাওলা পাগলা বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে খুলনা-মাওয়া পুরাতন মহাসড়কে এই ঘটনা ঘটে। এতে ট্রাক চালক মোঃ জাবের (৩২ ) আহত হয়েছেন। যার ফলে এই সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাক তুলে ব্রিজ সংস্কার করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
দূর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো ট-১৩–৫৫২১ নম্বরের ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট হতে নাশুখালীর দিকে যাচ্ছিল। স্থানীয়দের দাবি ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু ছিল ট্রাকটিতে। ট্রাকটি ব্রিজের উপর উঠে র্যালিংয়ে ধাক্কা দেয়। যার ফলে র্যালিংসহ ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়।
বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি তোলার জন্য ক্রেন আনার প্রক্রিয়া চলছে। রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। ট্রাকটি তোলার পরে, ক্ষতিগ্রস্থ ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে। ব্রিজ সংস্কারের জন্য মিস্ত্রি, শ্রমিক ও প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রয়েছে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে আমরা এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারব।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: