নোয়াখালীতে শুটারগানসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১ টি ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত মো.হারুনুর রশিদ (৪৪)। সে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত আলী হায়দার চৌধুরীর ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার আমানউল্ল্যাহপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য বিডি২৪লাইভকে নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী এলাকায় দাঙ্গা হাঙ্গামা মারামারিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-৩ একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: