লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০৪:১১ পিএম

‘কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বএ’ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে সদর মডেল থানার সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়।

পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়ে কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এতে জেলা পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, পৌরসভার মেয়রমোজাম্মেল হায়দার মাসুম ভ’ইয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহবায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসন ভূঁইয়া আজাদ সহ আরো অনেকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: