ইভিএমে ভোট দেওয়া শেখাবে নির্বাচন কমিশন

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া শেখাতে দুই দিনব্যাপী ‘ভোটার শিক্ষণ’ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। ফরিদপুর-২ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠানো হয়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনা মোতাবেক, আগামী ২ ও ৩ নভেম্বর নির্বাচনি এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে একটি করে ‘ভোটার শিক্ষণ’ কেন্দ্র স্থাপন করে এ কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্বাচনি এলাকার সব ভোটার যেন সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটদান পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারে এজন্য পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৫ নভেম্বর আসনটিতে উপনির্বাচনে অনুষ্ঠিত হবে। সেখানে মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন ভোটার রয়েছে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: