ডিসেম্বর শেষে রংপুর সিটি ভোট

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০৩:০৪ পিএম

চল‌তি বছ‌রে ডি‌সেম্ব‌রের শেষ সপ্তা‌হে অথবা আগামী বছ‌রের জানুয়া‌রির শুরু‌তে রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নির্বাচন ক‌মিশনার মো. আলমগীর। আজ রোববার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও‌য়ে নির্বাচন ভব‌নে নিজ দপ্ত‌রে সাংবাদিকদের এ তথ‌্য জানান তি‌নি।

মো. আলমগীর জানান, রংপুরের নির্বাচ‌নের বিষ‌য়ে এখনও আনুষ্ঠানিক কো‌নো সিদ্ধান্ত হয়‌নি। ত‌বে ন‌ভেম্ব‌রের প্রথম সপ্তা‌হেই তফ‌সিল ঘে‌াষণা হ‌বে। আগামী ডি‌সেম্ব‌রের শেষ অথবা জানুয়া‌রির শুরুর দি‌কে এ নির্বাচন অনুষ্ঠা‌নের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। নির্বাচ‌নের বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক‌মিশন বৈঠ‌কে হ‌বে অন‌্যান‌্য নির্বাচ‌নের ম‌তো র‌সিকেও সি‌সি ক‌্যা‌মেরা ব‌্যবহার করা হ‌বে কিনা জান‌তে চাইলে ইসি আলমগীর ব‌লেন, এ ব‌্যাপা‌রে অবস্থা বু‌ঝে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ এ সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১৯ আগস্ট। অর্থাৎ এ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৯ আগস্ট থেকে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে।

গত ১২ অ‌ক্টোবর গাইবান্ধা-৫ আস‌নের উপনির্বাচ‌নে সি‌সি ক‌্যা‌মেরায় অ‌নিয়ম দে‌খে ভোট বন্ধ ঘোষণা ক‌রে ইসি। এ নির্বাচ‌নের বিষ‌য়ে সিদ্ধান্ত আট‌কে আছে তদন্ত ক‌মি‌টির প্রতি‌বেদ‌নে। ক‌মি‌টি প্রতি‌বেদন জমা দি‌লেও এখনও এ বিষ‌য়ে কিছু জা‌নেন না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ইসি আলমগীর।
তি‌নি ব‌লেন, গত বৃহস্প‌তিবার রি‌পোর্ট জমা দি‌লেও এখনও সেটা নি‌য়ে বসা হয়‌নি। তাই গাইবান্ধার ভোট নি‌য়ে পরবর্তী‌তে কি হ‌বে এখনই মন্তব‌্য কর‌ছি না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: