গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ ৫ জনের কাউকে বাঁচানো গেল না

ছবি - সংগৃহীত
গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই একে একে মারা গেলেন। সবশেষ আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক রোববার রাত সাড়ে ১১টার দিকে মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ভায়াবহ এই অগ্নিকান্ডে ঠাকুরগাঁও পীরগঞ্জের আইজুল ইসলাম ছেল আনোয়ারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আনোয়ারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। র তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, তিনি বলেন, দগ্ধ আনোয়ার চিকিৎসাধীন আইসিইউতে মারা গেছেন। এর আগে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন— আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)। এর মধ্যে ১৪ অক্টোবর মিঠুর মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল। এর পর একে একে চিকিৎসাধীন পাঁচজনই মারা গেলেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: