‘আমাকে মেরে ফেললে আমার সন্তান এতিম হয় যাবে’

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১০:৪৪ এএম

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার কাশীপুর গ্রামের অটোরিকশার চালক আবদুল মালেক (৫৮) নামের ব্যাক্তির মুখে টেপ ও হাত-পা বেঁধে অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজারের উত্তর পাশে চালককে ফেলে রেখে যায়। এ তথ্য নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব।

ভুক্তভোগী মালেক জানান, 'আমি লাকসাম বাইপাস সড়ক থেকে নাঙ্গলকোট ভাড়া নিয়ে আসি। যাত্রী বেশে ছয়জন লাকসাম বাইপাস থেকে ফয়েজগঞ্জ আসবে বলে আমার অটোরিকশায় উঠে ভাড়া ঠিক করে। রাত ১১.৩০ ফয়েজগঞ্জ এসে একটু উত্তরে নিরিবিলি ফাঁকা জায়গায় এসে আমার হাত পা সহ পিলারের সাথে বেঁধে রেখে আমার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। তারা আমাকে মারতে লাগলে আমি বলি ‘আমাকে মেরে ফেললে আমার সন্তান এতিম হয় যাবে।'

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব জানান, আমাকে জানানোর সাথে সাথে এস আই নাজিম উদ্দীনের নেতৃত্বে টহল পুলিশ তাকে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য লাকসাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অটোরিকশা ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: