কাতারে আর্জেন্টিনা: ৫০ জনের বহরে ফুটবলার মাত্র একজন

এবার বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। ইতি মধ্যে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে অনেক ফুটবল দল তাদের সমার্থকসহ অনেকই। তেমনি করে বিশ্বকাপ শুরুর দু’সপ্তাহ আগেই কাতার পৌঁছাল আর্জেন্টিনা দলের একাংশ। একমাত্র ফুটবলার হিসেবে ব-হরে আছেন গোলকিপার ফ্র্যাঙ্কো আরমানি। বিশ্বকাপের আগে কাতারের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবেন মেসিরা। আবুধাবিতে সেই ম্যাচেই একত্রিত হবে পুরো দল।
আর্জেন্টিনাকে ‘আমেরিকান চ্যাম্পিয়নদের স্বাগতম’ লেখা ব্যানার নিয়ে স্বাগত জানায় আয়োজক কর্তৃপক্ষ। কাতার বিশ্ববিদ্যালয়ের কাছে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয় তাদের জন্য। বিশ্বকাপ চলাকালীন সময়ে এখানেই থাকবেন লিওনেল স্কালোনির দল।
মঙ্গলবার ভোরে ৫০ সদস্যের বহর নিয়ে নিজস্ব বিমানে চড়ে আবুধাবি পৌঁছে আলবিসেলেস্তেরা। কোচিং স্টাফ, ফুটবলে ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া, ডাক্তার, রাধুঁনি এমনকি নাপিতও সাথে নিয়ে গেছে স্কালোনির দল। তবে এখনও চূড়ান্ত স্কোয়াড দেয়নি শিরোপা প্রত্যাশীরা।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: