প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

৫০ টাকার জন্য প্রাণ গেল জুবায়েরের

   
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ৯ নভেম্বর ২০২২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫০ টাকা চুরির অভিযোগে এক মাদরাসা ছাত্রকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তারই পাশের গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত কিশোরের নাম  মো. জুবায়ের (১৪)। সে উপজেলার দক্ষিণ কালিকাপুর গ্রামের বাচ্চু গাজীর ছেলে। গত রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মারধরের এই ঘটনা ঘটে। ওই দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার ভোরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এই ঘটনায় অভিযুক্ত মো. লিটন (৩০) পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টার দিকে কিশোর জুবায়ের লক্ষ্মীপুর গ্রামের একটি স্থানে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। কিছুক্ষণ পর তৃষ্ণা মেটাতে সে সেখানকার মো. লিটনের বাড়িতে যায়। নলকূপের পানি পান করার পর নলকূপটির মাথায় ঝুলে থাকা লিটনের শার্টের পকেট থেকে সে ৫০ টাকা চুরি করে। বিষয়টি দেখে লিটন সেখানে আসেন এবং ওই কিশোরকে তার ঘরে নিয়ে যান। সেখানে জুবায়েরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন তিনি। এতে কিশোরটির নাক, মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়।

পরবর্তীতে  তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসেন এবং লিটনকে থামিয়ে ওই কিশোরের পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলার নারায়ণপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসায় কিছুটা সুস্থ হলে ওই দিন তাকে বাড়িতে নেওয়া হয়। বাড়িতে পুনরায় অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আজ মঙ্গলবার ভোরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

নিহত কিশোরের বাবা বাচ্চু গাজী অভিযোগ করে জানান, মাত্র ৫০ টাকা চুরির অভিযোগে তার ছেলেকে যেভাবে মারধর করে মেরে ফেলা হয়েছে, তা খুবই অমানবিক। এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় তিনি থানায় হত্যা মামলা করবেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকেও আটকের চেষ্টা চলছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: